ফরিদপুরের আলফাডাঙ্গায় আর্সেনিকমুক্ত নিরাপদ নলকূপ স্থাপনের লক্ষে মিস্ত্রিদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এ প্রশিক্ষণে ৪২ জন মিস্ত্রি অংশগ্রহণ করেন।
বুধবার (২৭ নভেম্বর ) সকাল ১১ থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলা সভাপক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষন কর্মশালা আয়োজন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমিন।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো.মতিয়ার রহমানের সভাপতিত্বে অংশগ্রহন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওবি - ইউনিসেফের প্রজেক্ট ম্যানেজার ইফতেখার আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওবি - ইউনিসেফের প্রজেক্ট সিনিওর হাইড্রোজিওলজিস্ট মো. আনিসুর রহমান রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন প্রমূুখ।
মন্তব্য