বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়ায় আলহাজ্ব রেজাউল করিমকে সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় বাপুস লেকচার অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সভায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা সভায় বক্তারা বলেন, বাপুসের ইতিবাচক কার্যক্রম বাদশা ভাইয়ের নেতৃত্বে রয়েছে। ব্যবসায়ীরা সত্যিকারের নেতৃত্ব পেয়েছে । এসময় বক্তারা অনুরোধ করেন যেন অতিদ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করা হয়।
গার্ডিয়ান পাবলিকেশন্সের সত্ত্বাধিকারী নূর মোহাম্মদ বলেন, স্বাধীনতার নতুন যাত্রাপথে আমাদের দেশ স্বাধীন হয়েছে ৫ আগস্ট। সে ধারাবাহিকতায় আজ আমরা স্বাধীনতা উপভোগ করছি। বাদশা ভাই ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন আমরা আনন্দিত। ৫ আগস্টের পর আমরা কিছু ভুল করেছি যার খেসারত এখন দিতে হচ্ছে। আশা করি সামনে আমরা ভুল পথ থেকে সরে এসে বাপুসকে আরও সামনে নিয়ে যাবো। আমরা বৈধ ব্যবসা করি, আমরা রাগ অভিমানে এই গলিতে পা দিবো না। এখন ভাই এসেছেন কোন ফ্যাসিবাদীদের হাতে এক ইঞ্চি জমিন ছেঁড়ে দিব না। আমরা বাংলা বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রত্যয় ব্যক্ত করছি, সারা বাংলাদেশ ভাইয়ের পাশে আছে।
রেডিয়াম পাবলিকেশন্স এর সত্ত্বাধিকারী গাজি নাসির বলেন, গত তিন মাস আমারা যে পাগলের খপ্পরে পড়েছিলাম আল্লাহ তার হাত থেকে আমাদের রক্ষা করেছেন। আমরা বাদশা ভাইয়ের নেতৃত্বে এই পুস্তক ব্যবসাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাব। তার যোগ্য নেতৃত্ব ব্যবসায়ীদের ভাগ্য পরিবর্তন করবে এবং পুস্তক ব্যবসার সুনাম অক্ষুন্ন থাকবে এ আশা ব্যক্ত করছি।
সভায় বাপুস ভারপ্রাপ্ত সভাপতি জবাব রেজাউল করিম বাদশা শিক্ষিত জাতি গঠনে দেশের অংশীদার, বাপুস সদস্যদের আগামী দিনের কর্মকান্ড নির্ধারণের আশ্বাস দেন এবং ভবিষ্যতে দেশের শিক্ষা সংক্রান্ত কার্যক্রমে বাপুস কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন সমিতির কেন্দ্রীয় পরিচালক জনাব কাজী শাহ আলম। এছাড়াও সংবর্ধনা সভায় পুস্তক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাবাজারসহ সারাদেশ থেকে আগত বিভিন্ন পুস্তক প্রকাশক ও বিক্রেতারা এ সভায় উপস্থিত ছিলেন।
মন্তব্য