ফরিদপুর চরভদ্রান উপজেলার গোপালপুর ঘাটের ভাড়া নির্ধারণ করে দিয়েছে সাধারণ ছাত্ররা। লঞ্চ ৫০ টাকা, মোটরসাইকেল ১০০ টাকা, বাইক উঠা-নামানোর জন্য কোন বাড়তি টাকা দিতে হবেনা, স্পিড ভোট ১২০ টাকা।শুক্রবার( ৯ আগস্ট) সকাল ১১ টার সময় ছাত্ররা ঘাটে গিয়ে এই ভাড়া নির্ধারণ করেন, সাধারণ ছাত্ররা আজ থেকেই এই ভাড়া কার্যকর করেন।
সাধারণ ছাত্ররা বলেন, স্পিড ভোট ভাড়ার ১২০ টাকার ১০০ টাকা ভাবে স্পিড বোট মালিকেরা আর ২০ টাকা ভাবে ঘাট কর্তৃপক্ষ,যদি কোন লোক অথবা ঘাট কর্তৃপক্ষ এক টাকা বেশি চায় সাধারণ ছাত্রদেরকে জানাবেন, এরপর যদি প্রশাসন কোনদিন এই ঘাটের ভাড়া বাড়ানোর চেষ্টা করে সাধারণ ছাত্রদের সাথে আলোচনা করে বারানো সিদ্ধান্ত নিতে হবে।
যতদিন সাধারন ছাত্ররা অনুমতি না দিবে, ততদিন পর্যন্ত এই ঘাটের স্পিডবোট ভাড়া ১২০ টাকা বহাল থাকবে।বর ব্যাগের জন্য কেউ এক টাকা ভাড়া দিবেন না ,এখনই সময় আমাদের এই চরভদ্রান উপজেলাকে পরিবর্তন করতে হবে, এবংআধুনিক চরভদ্রাসন উপজেলা গড়ে তুলতে হবে
মন্তব্য