সদরপুরের মাটির সুঘ্রাণে সুবাসিত জনতার ভোটে নির্বাচিত সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল, ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (পান্নু মৃধা), মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না পারভীন রেভা শপথ গ্রহণ করেছেন।
রোববার ১ জুলাই ২০২৪ তারিখে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় জনগণ মনে করেন, নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ সদরপুরের মাটির সন্তান। আগামী ৫ বছর তাদের কাছে ভোটাররা তাদের হৃদয় নিংড়ানো ভালবাসার মূল্যায়ণ প্রত্যাশা করে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক স্বনামধন্য ব্যক্তি আশাবাদ ব্যক্ত করে বলেন, পরের শক্তিতে শক্তিশালী হয়ে নয়, কেবলমাত্র নিজের শেকড়ের শক্তিতে বলীয়ান হয়ে জনপ্রতিনিধিরা মানুষকে ভালবাসার প্রতিদান দিবেন।
মন্তব্য