সদরপুর সরকারি কলেজ কেন্দ্রে 

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত

  • সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:  
  • সোমবার, ১০ জুন ২০২৪ ০১:০৬:০০
  • কপি লিঙ্ক

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচন-২০২৪ দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হচ্ছে। রোববার (৯ জুন) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণে অনুষ্ঠিত হয়। দেশের সরকারি কলেজে কর্মরত বিসিএষ (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের নিয়ে গঠিত এ সমিতির নির্বাচন নিয়ে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং উৎকণ্ঠা। 

জানা গেছে, সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকসহ বিভিন্ন পদের জন্য ভোট যুদ্ধে নেমেছেন ক, খ ও গ প্যানেলভুক্ত প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থীগণ।

ক প্যানেলের সভাপতি পদপ্রার্থী ড. আ ফ ম রুহুল কাদীর, সাধারণ সম্পাদক পদপ্রার্থী হুমায়রা আক্তার, অর্থ সম্পাদক পদপ্রার্থী এস.এম. কামাল আহম্মেদ। 

খ প্যানেলের সভাপতি পদপ্রার্থী প্রফেসর মো. মামুন উল হক, সাধারণ সম্পাদক পদপ্রার্থী জিয়া আরেফিন আজাদ, অর্থ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন।
 
গ প্যানেলের সভাপতি পদপ্রার্থী প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. তানভীর হাসান, অর্থ সম্পাদক পদপ্রার্থী সৈয়দ মোস্তাফিজুর রহমান (লিখন)। 

ফরিদপুর জেলার সদরপুর উপজেলার সদরপুর সরকারি কলেজে কেন্দ্রে সরেজমিন ঘুরে দেখা যায়, ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ভোটাধিকার প্রয়োগ করছেন কলেজ শিক্ষক ভোটারগণ।
 
সদরপুর সরকারি কলেজ সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায়, উপাধ্যক্ষ প্রফেসর মো: জাহিদুল ইসলাম ছাড়াও ভোট প্রদান করেছেন সিনিয়র শিক্ষক ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. এনামুল হক, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ফখরুল ইসলাম আনোয়ারী, শিক্ষক পরিষদের সম্পাদক ও ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. ইসমাইল হোসেন সহ অণ্যান্য শিক্ষক কর্মকর্তাগণ।

সদরপুর সরকারি কলেজে কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তার সঙ্গে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে ইতিহাস বিভাগের প্রভাষক মো. হাফিজুল ইসলাম এবং পোলিং অফিসার হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আমিরুল ইসলাম দায়িত্ব পালন করছেন।

প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, এ কলেজ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৪। দুপুর ২টা পর্যন্ত কাস্টিং ভোটের ৬৫%। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ভোটগণনা শুরু হবে। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য