সালথায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলেন স্কুল শিক্ষার্থী

  • সালথা, (ফরিদপুর) প্রতিনিধি:
  • শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ১২:১১:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথায় ৮ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা প্রশাসন। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামে এ বাল্যবিবাহ বন্ধ করা হয়। 

ওই স্কুল শিক্ষার্থী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে লেখাপড়া করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই স্কুলছাত্রীর বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদৎ হোসেন।

এ সময় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য