আ'লীগ সরকার কৃষি বান্ধব সরকার: এমপি লাবু চৌধুরী

  • সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  
  • বুধবার, ০৮ নভেম্বর ২০২৩ ১১:১১:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। এই সরকারের আমলে কৃষিখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় এদেশের কৃষকদের কথা ভাবেন। তাই সরকার কৃষিখাতে ভূর্তুকি দিচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনা সরকারকে ভোট দেওয়ার আহব্বান জানান তিনি।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের হলরুমে বীজ ও সার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে বীজ ও সার বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

এসময় ৫শ ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে  ১ কেজি করে পেঁয়াজের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি এমওপি স্যার বিতরণ করা হয়। এছাড়াও ১শ জন চাষিকে ২ কেজি করে হাইব্রিড ভূট্টাবীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য