গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্লাপুরে উপজেলায় নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ১৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন পলাশবাড়ী ও সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম, আরজু মো. সাজ্জাদ হোসেন।
পুলিশ জানান, হরতাল-অবরোধকে কেন্দ্র করে নাশকতার মামলার আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩ নভেম্বর) থেকে দুই উপজেলার বিভিন্ন স্থান থেকে ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা,স্থানীয় বিএনপির নেতা ও উপজেলার তালুকজামিরা গ্রামের বাসিন্দা মনজুরুল ইসলাম, হাসনারপাড়া গ্রামের বাসিন্দা তাসিনুর রহমান, মহোদীপুর গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম, কালুগাড়ী গ্রামের বাসিন্দা সবুজ সরকার ও জামায়াত নেতা গৃধারীপুর গ্রামের বাসিন্দা আব্দুল মালেক দুলা।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, অবরোধকে সামনে রেখে নাশকতা ও বিশৃঙ্খলার পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য