চরভদ্রাসন উপজেলার সরকারি কলেজের নতুন মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন 

  • চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
  • সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ০১:১০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজের নতুন মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

কলেজের আয়োজনে আজ রোববার (১৫ অক্টোবর) বিকাল ৩ টার দিকে কলেজ মাঠের পাশে মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কলেজ মসজিদের সভাপতি ও চরভদ্রাসন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. বিল্লাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফেজ মো. কাউছার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ ড. নিখিল চন্দ্র দাস, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. মাহ্ফুজুর রহমান মুরাদ, সদর ইউপি' চেয়ারম্যান মো. আজাদ খা।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ৭৪ ফুট দৈর্ঘ্য ও ৬৮ ফুট প্রস্থ্যর তৃতীয় তলা বিশিষ্ট মসজিদটিতে প্রায় ৫ শ' মুসল্লী এক সাথে জামাতে নামাজ আদায় করতে পারবে।  

এছারা মসজিদটির প্রথমে এক তলার নির্মাণ কাজ শেষ করা হবে এবং পর্যায়ক্রমে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার নির্মাণ কাজও সম্পূর্ন করা হবে। 

এসময় অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন চরভদ্রাসন রোকন উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ইব্রাহিম হোসেন, শিক্ষক ফখরুদ্দিন, মুফতি জাকারিয়া ও মসজিদ কমিটির সেক্রেটারী মো. শহিদ, কোষাধ্যক্ষ মো. রকমত দেওয়ান ও মসজিদ নির্মাণ কাজের বিভিন্ন প্রকশৌলী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

গোবিন্দগঞ্জে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূনরায় নির্বাচিত করতে নৌকায় ভোট দেয়ার আহ্বান-আব্দুল লতিফ প্রধান

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য