ঢাবি'র আলোকবর্তিকার উদ্যোগে নবীন বরণ ও বার্ষিক বনভোজন 

  • মিজানুর রহমান, ঢাবি প্রতিনিধি:
  • রবিবার, ১২ মার্চ ২০২৩ ১২:০৩:০০
  • কপি লিঙ্ক

ঢাবির আলোকবর্তিকার নবীন বরণ ও বার্ষিক বনভোজন গতকাল অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রায় ৩০ জন নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় সংগঠনটি। উচ্ছ্বাস প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ফরিদপুর সদরপুরের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

করোনা মহামারীর কারণে দীর্ঘ সময়ের পরে গতকাল ঢাকার অদূরে ধামরাই এলাকায় আলাদীন ওয়াটার পার্ক এন্ড রিসোর্টে তাদের নবীন বরণ ও বার্ষিক বনভোজন আয়োজিত হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

সংগঠনটির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম জানান, দীর্ঘ সময়ের পরে আবার আমরা একত্রিত হতে পারছি এটা আমাদের আনন্দের বিষয়। আমরা সামাজিক কার্যক্রমের মাধ্যমে আমাদের সংগঠনকে আরো এগিয়ে নিতে চাই।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমান বলেন, আলোকবর্তিকা এ আয়োজন  সত্যি ভালো লাগার। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সংগঠন আরো অনেক দূর এগিয়ে যাবে। আমরা সব সময় পাশে থাকব এবং সামনে আরও ভালো কিছু হবে। 

সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সিনিয়র সহকারী জাজ শরিয়ত উল্লাহ জানান, সংগঠনের যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকব। 

আরেক অতিথি নাইম ইবনে রহমান সংগঠন প্রতি ভালোবাসা ও উষ্মা প্রকাশ করে পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। 

সংগঠনের সাধারণ সম্পাদক নাঈম হোসেন বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে আমাদের এ আয়োজন। যারা পাশে ছিলেন তারা আগামীতেও পাশে থেকে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন "আলোকবর্তিকা" (ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সদরপুর ফরিদপুর)। ২০১২ সালের সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে  শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনে সাধ্যমত কাজ করে যাচ্ছে।  বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, ঢাকায় রোগীর রক্তের যোগানে সহযোগিতা, ভর্তি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্কসহ বিভিন্ন প্রয়োজনে সংগঠনটি সদরপুরের মানুষের পাশে থাকার চেষ্টা করে।

নবীনদের অনেকেই আশা প্রকাশ করেন যে তাঁরাও আগামীর নবীনদের জন্য কাজ করে যাবেন। সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে তাদের প্রত্যাক্ষ অংশগ্রহণ থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য