আবারও বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান। সম্প্রতি ইংল্যান্ড সিরিজ শেষেই তিনি দুবাইয়ে যান 'আরাভ জুয়েলার্স' নামের একটি সোনার দোকান উদ্বোধন করতে। যার মালিক মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে সোহাগ মোল্লা হলেন এক পুলিশ কর্মকর্তা খুনের আসামি। এ ঘটনাকে ঘিরে সারাদেশে চলছে তোলপাড়।
এই সময়েই আবার সাকিবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।
এক ভিডিওবার্তায় সায়েদুল হক সুমন জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে ভারত সিরিজ চলাকালীন দেশের একটি হোটেলে তাকে মারতে এসেছিলেন সাকিব। দুবাই যাওয়া নিয়ে সাকিবকে ঘিরে বিতর্ক সৃষ্টি হওয়ার পর এমন গুরুতর অভিযোগ আনলেন তিনি।
ভিডিও বার্তায় সুমন বলেছেন, 'সাকিব আল হাসান আমাদের নামীদামী ক্রিকেটার, যাকে নিয়ে আমরা গর্ববোধ করি। উনি একটা স্বর্ণের দোকান উদ্বোধন করার জন্য চলে গেছেন দুবাইয়ে। সেলিব্রেটি যারা আছেন, তাদের কেউ দাওয়াত দিলে যেতেই পারি। আমি সাকিব আল হাসানের কোনো দোষ এই পর্যন্ত দেখি না। কিন্তু যখন জানতে পারলাম ডিবির পক্ষ থেকে, ডিটেকটিভ ব্রাঞ্চ পুলিশের পক্ষ থেকে সাকিবকে জানানো হয়েছিল, "আপনি যার দোকান উদ্বোধন করতে যাচ্ছে সে একজন পুলিশ কর্মকর্তা হত্যার আসামি। সে পলাতক অবস্থায় আছে এবং ইন্টারপোলের সাহায্যে তাকে ধরে আনার চেষ্টা করছি। আপনি তার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন। " তারপরও সাকিব আল হাসান শোনেন নাই। '
মন্তব্য