হাসপাতাল থেকে হুইলচেয়ারে করে বাড়ি ফিরলেন মমতা

  • অনলাইন
  • শুক্রবার, ১২ মার্চ ২০২১ ০৯:১৬:০০
  • কপি লিঙ্ক

হাসপাতাল থেকে হুইল চেয়ারে হাতজোড় করে বের হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মুখার্জি। গাড়িতে উঠলেন। তাকে আরও ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে চেয়েছিল চিকিৎসকরা। তবে আজই বাড়ি ফিরে যেতে অনুরোধ করেন মমতা। তার অনুরোধে সম্মতি দেন চিকিৎসকরা।      

হাসপাতাল সূত্রের খবর, ঘাড়, কাঁধ কবজির ব্যথা আর নেই। গোড়ালির ফোলা খানিকটা কমলেও ব্যাথা রয়েছে। রাতে টিভি দেখেন। নন্দীগ্রামের খোঁজ-খবর নেন।

আজই মেদিনীপুরে গেলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে। সাত সকালেই গুরুসদয় রোডে বিএসএফের গেস্ট হাউস থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়ে যান দুজনই। সেখান থেকে পরের গন্তব্য পশ্চিম মেদিনীপুর।
গত বুধবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা আহত হওয়ার ঘটনা ‘ষড়যন্ত্র’। এই দাবিতেই অনড় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। শুক্রবার দুপুরে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরে অভিযোগ জানাতে যাচ্ছেন ৬ সাংসদের এক প্রতিনিধি দল।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য