আমরা দলের শক্তি দিয়ে চাঁদাবাজি করার রাজনীতি করি না : শহিদুল ইসলাম বাবুল

  • সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ০২:০৩:০০
  • কপি লিঙ্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আমরা দলের শক্তি দিয়ে চাঁদাবাজি করার রাজনীতি করি না। আমরা মানুষের উন্নয়নের রাজনীতি করি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, যে ভোটের অধিকারের জন্য আমরা এত লড়াই-সংগ্রাম করেছি, এতো রক্ত দিয়েছি সেই অধিকার এখনো অর্জন করতে পারি নাই। হাসিনার পতন হয়েছে, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থেমে নেই। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের বিরুদ্ধে করা সকল ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দিব।

সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদুর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপন, সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার ইকবাল হেসেন সেলিম, উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ন-আহায়ক মুন্সী জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য রাজিবুল হক রুমি প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য