গাইবান্ধায় বিএনপির ঈদ উপহার সামগ্রী বিতরণ

  • গাইবান্ধা প্রতিনিধি 
  • বুধবার, ২৬ মার্চ ২০২৫ ০২:০৩:০০
  • কপি লিঙ্ক

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা বিএনপির আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে  গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম  ইউনিয়নের বিভিন্ন স্থানে ১ হাজার ত্যাগী কারা নির্যাতিত নেতা কর্মীদের মাঝে এ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রকৌশলী মোস্তাক আহমেদ শাকিল। 

উপহার হিসেবে ১ টি পাঞ্জাবি ও দুস্থ ও অসহায় ১ হাজার ৭শ  পরিবারে মাঝে  সেমাই -চিনি ও নগদ  ১ হাজার  করে টাকা বিতরণ করা হয়। এ সময় আরোও উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক  শামসুল হাসান সামছু, কোমর পুর ইউনিয়ন বিএনপির সভাপতি,  হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক  সামিউল ইসলাম,জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক মুকসিদতুল হুদা তপন,ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক,এটিএম রেজানুল ইসলাম (বাবু) সহ আরো অ্ন্যরা উপস্থিত ছিলেন। 

এ সময় মোস্তাক আহমেদ শাকিল বলেন,দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও জিয়া পরিবারের সার্বিক কল্যাণসহ বিএনপিকে সুসংগঠিত ও নেতা কর্মীদের উজ্জীবিত করতে তার এ ব্যক্তিগত উদ্যোগ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য