গাইবান্ধায় মামলা প্রত্যাহার ও আসামিদের নিঃশর্তে মুক্তির দাবিতে বিক্ষোভ

  • গাইবান্ধা প্রতিনিধি: 
  • রবিবার, ২৩ মার্চ ২০২৫ ১২:০৩:০০
  • কপি লিঙ্ক

মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্তে আসামিদের মুক্তির দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক আবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। 

আজ শনিবার দুপুরে উপজেলার শান্তিরাম ইউনিয়নের শোভাগঞ্জে সুন্দরগঞ্জ-গাইবান্ধা মহাসড়ক আবরোধ করে এ কর্মসূচি পালন করে। 

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন জাকিউল ইসলাম রতন, আলমগীর হোসেন, মিথিলা খাতুন, নাজমুন্নাহার বেগম, সুরুজ্জামান সহ আরো অন্যরা।

এ সময় বক্তবা বলেন, আব্দুল মজিদ সাবেক ইউপি চেয়ারম্যান, তিনি সাধারণ জনগণের সর্বদা সেবায় নিয়োজিত থেকে মানুষকে সেবা দিয়েছেন। এই মামলা ষড়ন্ত্রমূলক দেয়া হয়েছে, আমরা এই মামলার  প্রত্যাহার চাই এবং আসামীদের নিঃশর্তে মুক্তির দাবি জানাচ্ছি। 

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য