'হাসিনা নেতা-কর্মীদের ফেলে পালিয়ে গেছে, জনগণের নেত্রী বেগম খালেদা জিয়া পালায়নি'

  • নিজস্ব প্রতিবেদক
  • শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ১২:০৩:০০
  • কপি লিঙ্ক

কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতন হলেও দেশের মাটিতে ষড়যন্ত্রকারীরা ঘাপটি মেরে আছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে আগামী দিনের তারুণ্যের প্রতীক তারেক রহমানের দিকনির্দেশনায় বিএনপির রাজনীতিকে ঐক্য বদ্ধ করতে হবে। প্রক্রিয়ার মধ্যে দিয়ে ষড়যন্ত্রকারীদের উপযুক্ত জবাব দেয়া হবে। এ সময় গণঅভ্যুত্থানের বিজয়কে সমুন্নত রাখতে উপস্থিত বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

দীর্ঘ ১৭ বছর পর ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সমন্বয়ে মাহে রমজান মাস উপলক্ষ্যে ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সংলগ্ন চত্বরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম।

তৃণমূল পর্যায়ের বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত হয়ে ইফতার মাহফিলে অংশ গ্রহণ করার মধ্যে দিয়ে মিলন মেলায় পরিণত হয়।

তিনি বলেন, ফ্যাসিবাদ আ' লীগ সরকার ও আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা গর্ব করে বলতেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কখনও পালায় না। কিন্তু আজ তিনি নেতা-কর্মীদের ফেলে পালিয়ে গেছেন। বাংলাদেশের জনগণের নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু দেশের জনগণ এবং তার নেতাকর্মীদের রেখে পালায়নি। তিনি সাহসিকতার সাথে আওয়ামী লীগ সরকারের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলেন। শত নির্যাতন হাসিমুখে মেনে নিয়েই দেশের মানুষকে বিপদের মুখে ফেলে দেশ ছেড়ে যাননি। 

ইফতার মাহফিলে পৌর এলাকাসহ ১২টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য