“অপরাধ নিরসনে বিট পুলিশ আপনার পাশে”—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি বিকেলে ডুমাইন ইউনিয়ন পরিষদ চত্বরে মধুখালী থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল (পিপিএম)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ইমরুল হাসান।
মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবি তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
এ সময় পুলিশ সুপার বলেন, “আমার পুলিশ বাহিনীর কেউ যদি কোনো অপরাধমূলক কাজে লিপ্ত হয় সঙ্গে সঙ্গে আমাকে জানালে অবশ্যই আমি যথাযথ ব্যবস্থা নেব।”
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এস এম নুরুজ্জামান।
স্থানীয় সুশীল সমাজের বক্তারা এলাকাবাসীর জন্য ডুমাইন ইউনিয়নে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের জোড় দাবি জানান।
মামুনুর রশীদ।
মধুখালী ডুমাইন ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
- নিজস্ব প্রতিবেদক ফরিদপুর:
- শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ১০:০১:০০
- কপি লিঙ্ক Links Copied

মন্তব্য