ভাঙ্গায় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠার্ষিকী উপলক্ষে র‍্যালী

  • নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর :
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫ ০৯:০১:০০
  • কপি লিঙ্ক

বাংলাদেশ জাতীয় দল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয় তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা করেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে বিকেলে ভাঙ্গা পৌর এলাকার কালিবাড়ি মন্দিরের সামনে থেকে একটি র‍্যালী বেড় করা হয়। 

উপজেলা ছাত্রদলনেতা এম আহসানুল মিশান এর নেতৃত্বে মিছিলটি ভাঙ্গা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে অবস্থান করার পর বিশ্বরোড এলাকার কালি মন্দিরে এসে শেষ হয়। 

পরে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, ভাঙ্গা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর্জা ইমরান হোসেন, স্বেচ্ছাসেবক দলনেতা সজিব মাতুব্বর, জুবায়ের আহমেদ, শামসুদ্দিন প্রিন্স, সৈয়দ মেহেদী হাসান, পৌর ছাত্রদল নেতা আবিদ হাসান, অন্তর ও তিতু প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য