ভিপি নুরের পক্ষে নগরকান্দায় শীতবস্ত্র পেলো  আশ্রয়নের সুবিধাবঞ্চিত বাসিন্দারা

  • সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ১১:১২:০০
  • কপি লিঙ্ক

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ফরিদপুরে নগরকান্দায় আশ্রয়ন প্রকল্পের অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে গণঅধিকার পরিষদ।

শনিবার সকালে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের নির্দেশে উপজেলার মিরাকান্দা প্রকল্পের প্রায় দুইশতাধিক পরিবারের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন গণঅধিকার পরিষদ সালথা শাখার আহবায়ক ফারুক ফকির।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, দপ্তর সম্পাদক আল আমিন হোসেন লিখন, অর্থ সম্পাদক ফিরোজ শেখ, জেলা যুব অধিকারের সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক বাইজিদ হোসেন বিপুল, জেলা ছাত্র অধিকারের সভাপতি হারুন অর রশিদ মিয়া, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ ছাত্রী বিষয়ক সম্পাদক সুলতানা ইসলাম, নগরকান্দা গণ অধিকার পরিষদের প্রধান সমন্বয়ক আসাদুজ্জামান, সালথা উপজেলা গনঅধিকারের সদস্য সচিব সজিব আল হোসাইন, যুগ্ন আহবায়ক আবুল কাশেম মোল্লা ইমরান, জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক হাসিবুল হাসান, উপজেলা ছাত্র অধিকারে সভাপতি মিনহাজ কাজী, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো. আজিম মাতুব্বর সাগর, সহ-সভাপতি তৌহিদুজ্জামান সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

শীতবস্ত্র বিতরণকালে ফারুক ফকির বলেন, আমাদের নেতা ভিপি নুরুল হক নুর এর নির্দেশে সালথা-নগরকান্দার আশ্রয়ন কেন্দ্রের অসহায় ও দরিদ্র মানুষের হাতে উপহার হিসেবে কম্বল তুলে দেওয়া হচ্ছে। গণ অধিকার পরিষদ সব সময় মানুষের পাশে থাকবে ইনশাল্লাহ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য