ফরিদপুরের ভাঙ্গায় নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুধী সমাজসহ বিভিন্ন শ্রেণীপেশার লোক অংশগ্রহণ করেন।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না,বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব, গোলাম মোস্তফা, মো. জমির আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম মিয়া, সাংবাদিক মজিবর মুন্সি, এ,টি,এম ফরহাদ নান্নু, সরোয়ার হোসেন, শাহাদাৎ হোসেন প্রমুখ।
এর আগে সকালে উপজেলা পরিষদ সংলগ্ন জাতীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা সামাজিক সংগঠনের পক্ষে সম্মানা প্রদান করা হয়।
এছাড়াও শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মাধবপুর জাতীয় কবরস্থান, জানদী বধ্যভূমি ও চন্ডীদাসদী বধ্যভূমিতে শহীদের আত্মার শান্তি কামনা ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
মন্তব্য