ফরিদপুরের সদরপুরে জাতীয় যুব দিবস ২৪ পালিত হয়েছে। সম্ভাবনাময় মেধা ও সৃজনীশক্তি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও জাতীয় উন্নয়নে কাজে লাগানোর উদ্দেশ্যে এবং অন্তর্ভূক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এবং “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও ৩৩ জন উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১লা নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আকলিমা আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম. জাহাঙ্গীর কবির, সদরপুর থানা (ওসি তদন্ত) মো. আনিসুর রহমান, মিসেস রহিমা খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন উদ্যোক্তা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী ও সদস্য, ছাত্র ও যুব নেতৃবৃন্দ, সংবাদকর্মী।
স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি আকলিমা আক্তার সদরপুর উপজেলা যুব উন্নয়ন কার্যালয় কর্তৃক বিভিন্ন প্রকল্পে গৃহীত পদক্ষেপের বিবরণ তুলে ধরেন। এতে উপকার ভোগীর সংখ্যা ১৬ হাজার ৫ শত চুরানব্বই জনের বিপরীতে ১৭ কোটি ৬৫ লাখ ২২ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আল মামুন বলেন, উদ্যোক্তাদের মধ্যে কেউ নতুন উদ্ভাবনীমূলক কিছু করে দেখাতে পারলে তাকে সরকারি সহায়তা দেয়া হবে। এমন কি বিশেষ কিছু হলে তাকে জাতীয় পর্যায়ে প্রোমোট করা হবে।
আলোচনা সভা শেষে ৩৩ জন নতুন উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
মন্তব্য