ফরিদপুরের সদরপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই -এ প্রতিপাদ্যকে সামনে রেখে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
সদরপুর উপজেলা নির্বাহী অফিসার আল-মামুনে এর নেতৃত্বে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কাজী শামীম আহমেদ, ওসি (তদন্ত) মো. আনিসুর রহমান, সদরপুর ইউপি চেয়ার্যান কাজী জাফর, ঢেউখালী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতী, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সদরপুর উপজেলা শাখার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সদরপুর উপজেলা শাখার সভাপতি সৈয়দ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবু জাফর আকাশ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবাহান শরীফ, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।
আরও অংশগ্রহণ করেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল সদরপুর উপজেলা শাখার সভাপতি মো. হায়দার দেওয়ান, সহ-সভাপতি মো. মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক ইয়াদ মোল্যা প্রমুখ।
মন্তব্য