ফরিদপুরে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় ফরিদপুর স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
এ সময় জাতীয়তাবাদি দল বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ, কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শাহজাদা মিয়া, সহসাংগঠণিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জাতীয়তাবাদি কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মোদাররেছ আলী ইছা, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াবা ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এফএম কাইয়ুম জঙ্গী, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, য়ুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুবদল নেতা বেনজির আহম্মেদ তাবরিজ, রাজীব হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
ফরিদপুর লাল দল ও সবুজ দল এ খেলায় অংশ নেয়।
মন্তব্য