সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে প্রশাসনের সুশাসন নিশ্চিতকল্পে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মানববন্ধন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বৈষম্য বিরোধী বিশ্বম্ভরপুর উপজেলার ছাত্র-জনতার ব্যানারে উপজেলা সদরের বিপ্লবী চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলায় সুশাসন নিশ্চিতকল্পে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মানববন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বৈষম্য বিরোধী শিক্ষার্থীবৃন্দের মধ্যে রনি, রাকিব, জুবায়ের, উজ্জ্বল, মোবারক প্রমুখ।
মানববন্ধনের প্রথমেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় শিক্ষার্থীদের বক্তব্যে-ঘুষ, দুর্নীতি,চাঁদাবাজি চিরতরে উৎখাত করার দাবি জানানো হয় । অত্র উপজেলায় সকল অফিসে সুশাসন ও জনসেভা নিশ্চিত করতে হবে।
আওয়ামী ফ্যাসিবাদ(কর্মকর্তা)সংস্কার সহ সুনির্দিষ্ট সময়ের মধ্যে সকল কাজ সম্পাদন করে দ্রুত সময়ের মধ্যে ফাইল প্রেরণ করতে হবে । ফাইল আটকে রেখে সময় ক্ষেপন করা যাবে না যা আর্থিক সুবিধা লাভের কৌশল, যা জন সেবার অন্তরায় হয়ে না যায় ।
পুলিশ প্রশাসন বিচার নিশ্চিত করতে হবে,আসামীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানানো হয় ।
মানববন্ধনের সকল চিত্র,ফটো, আলোচনার ভিডিও কপি, স্বারকলিপির অনুলিপি, প্রধান উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, সংস্থাপন সচিব মহোদয়ের কাছে আলাদা আলাদা ভাবে সকল কপি ইমেইল পাঠাতে হবে।
মন্তব্য