বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রী

  • অনলাইন
  • মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ০৪:০৩:০০
  • কপি লিঙ্ক

বাগেরহাটের মোরেলগঞ্জে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে এক কলেজছাত্রী চারদিন ধরে তার প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন। প্রেমিকার উপস্থিতি টের পেয়ে বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছেন কথিত প্রেমিক পাঁজাখোলা গ্রামের গোপাল মন্ডলের ছেলে আকাশ মন্ডল (২৪)। সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের ওই ছাত্রী গত শনিবার আকাশের বাড়িতে ওঠেন। ছাত্রীর দাবি ও অভিযোগ জানার পরে আকাশ মন্ডলের পিতা ছাত্রীটিকে থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন। তবে ছেলের অনুপস্থিতিতে পূত্রবধূ হিসেবে তাকে মেনে নিতে রাজি হননি।

এ বিষয়ে কলেজছাত্রী বলেন, এক বছরের অধিক সময় ধরে তাদের প্রেম। ৯ মাস আগে তার কপালে সিঁদুর পরিয়েছে আকাশ মন্ডল। প্রায় ২০ দিন পূর্বে সে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ফোনও বন্ধ করে রেখেছে। তাই তার বাড়িতে উঠেছি। স্ত্রীর স্বীকৃতি না পাওয়া পর্যন্ত নামবো না।

আকাশ মন্ডলের পিতা গোপাল মন্ডল বলেন, ওই মেয়েটিকে তারা কখোনো দেখেনি, পরিচয়ও জানি না। শুক্রবার বিকেলে থেকে এসে পুত্রবধূর পরিচয় দিয়ে ঘরে উঠে বসেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, বিয়ের দাবিতে ছাত্রীর অবস্থানের বিষয়টি তিনি অবহিত নন।  খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য