ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুখনি গ্রামের জনৈক আওয়ামী লীগ নেতার মেয়ের বাল্য বিয়েতে বাঁধা দেওয়ায় ইউনিয়ন বিএনপির নেতা বাদশা মাতুব্বর ও তার লোকজন এঘটনায় বিপাকে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সাংবাদিক মহলের কাছে বাদশা মাতুব্বর স্বাক্ষরিত অভিযোগ সূত্রে জানা গেছে, সুখনি গ্রামের ওই আওয়ামী লীগ নেতার মেয়ের সাথে নোয়া কান্দা গ্রামের সমবয়সী কিশোরের বিয়েে দেওয়ার চুড়ান্ত সীদ্ধান্ত নেয় উভয় পরিবারের সদস্যরা।
কিন্তু মেয়ে ও ছেলে দুজনেই অপ্রাপ্তবয়স্ক এবং বাল্য বিয়ের আওতায় বিধায় বিয়ের দাওয়াতি মেহমান হিসেবে অনুষ্ঠানে সচেতন নাগরিক সমাজের অনেকে উপস্থিত হয়নি। বিষয়টি গোটা এলাকায় ছড়িয়ে পড়তেই বাল্য বিয়ের বিপক্ষে অবস্থান নেয় গ্রামবাসী।
ঘটনাটি ইউনিয়ন বিএনপি নেতা বাদশা মাতুব্বর ও গ্রামের লোকজন জানার পর কিশোর কিশোরীর বাল্য বিয়েতে বাঁধা দেওয়ায় সং ক্ষুব্ধ হয়ে ওঠেন আওয়ামী লীগ নেতার পরিবার। এঘটনার পর থেকে সুখনি গ্রামের বিএনপি নেতা বাদশা মাতুব্বর ও তার লোকজনকে সামাজিকভাবে হয়রানির অপচেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ নেতার পরিবার। এমন অভিযোগ বিএনপি নেতা বাদশা মাতুব্বরের।
এ বিষয়ে থানা ও সরকারি দপ্তরে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান বিএনপি নেতা বাদশা মাতুব্বর।
ভাঙ্গা থানা ওসি তদন্ত ইন্দ্রজিত বাবু জানান, বাল্য বিয়ের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি থেকে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়। থানায় কেউ এবিষয়ে কোন অভিযোগ দায়ের করেছে বলে তার জানা নেই। তবে অভিযোগ পাওয়া গেলে পুলিশ বিষয় তদন্ত করে দেখবে বলে জানান।
মন্তব্য