সাংবাদিক লায়েকুজ্জামানের মৃত্যুতে এমপি লাবু চৌধুরীর শোক

  • নিজস্ব প্রতিবেদক
  • শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ১১:০২:০০
  • কপি লিঙ্ক

দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামান ইন্তেকাল করেছেন। শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, সাংবাদিক লায়েকুজ্জামানের বাড়ি ফরিদপুরের নগরকান্দায়। তিনি বাংলাবাজার পত্রিকায় প্রথম লেখা-লিখি শুরু করেন। এরপর সে দৈনিক মানবজমিন , দৈনিক কালের কন্ঠ এবং সর্বশেষ দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে যোগদান করেন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য