না ফেরার দেশে পাড়ি জমালেন ফরিদপুরের সদরপুরের প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মিয়া (৭০)। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন দিন চিকিৎসা নিয়ে গতকাল নিজ বাড়িতে ফিরেছিলনে। দিবাগত রাত ১টার সময় তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আব্দুল মজিদ মিয়া সদরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালিন সভাপতি, ফরদিপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সদরপুর উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন।
একই সঙ্গে ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সদরপুর উপজেলা শাখার সভাপতির দায়িত্বে ছিলেন।
বুধবার (১৮ অক্টোবর) সকালে মজিদ মিয়ার বড় ছেলে মো. মিজানুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ১টার দিকে তার বাবার মৃত্যু হয়। এর আগে বেশ কয়েকদিন ধরে ডেঙ্গু আক্রান্ত হয়ে নিজ বাড়ি উপজেলার রামচন্দ্রপুর গ্রামে অবস্থান করে তিনি চিকিৎসা নিচ্ছিলেন।
মৃত্যুকালে সে তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর তার জানাজা নামাজ শেষে নিজ গ্রাম রামচন্দ্রপুরে সমাহিত করা হবে তাকে।
এ গুণী ও প্রবীণ সাংবাদিকের মৃত্যুতে ফরিদপুর প্রেসক্লাব, সদরপুর প্রেসক্লাবসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।
মন্তব্য