শপথগ্রহণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে লাবু চৌধুরীর শ্রদ্ধা নিবেদন

  • আবু নাসের হুসাইন, সালথা:
  • বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪ ০১:০১:০০
  • কপি লিঙ্ক

৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ নির্বাচিত হয়ে শপথগ্রহনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ফরিদপুর-২, আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

বুধবার দুপুর একটায় ঢাকা ধানমন্ডি ৩২ নাম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। 

এসময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সর্দার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, আওয়ামী লীগ নেতা কাজী শাহ্ জামান বাবুল, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়নসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রোববার (৭ জানুয়ারি) প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যেদিয়ে ফরিদপুর-২ আসনের ১১৫টি নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ভোটগণনা শেষে মোট ১১৫ কেন্দ্রের সবকটির ফলাফল ঘোষণা করা হয়। এতে আওয়ামী লীগ প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী নৌকা প্রতীকে পান ৮৭ হাজার ১৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন মিয়া ঈগল প্রতীকে পান ৮৫ হাজার ২৩২ ভোট। নৌকার প্রার্থী শাহদাব আকবর ১ হাজার ৯৬২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য