ভাঙ্গায় কথিত পুলিশ পরিচয়ে টাকা দাবিতে হুমকি

  • অনলাইন
  • শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ ০৫:১০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের ভাঙ্গায় মোবাইল ফোনে পুলিশের পরিদর্শক পরিচয় দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধির কাছে মোটা অংকের টাকা দাবিসহ তাঁর পরিবারের সদস্যদের থানায় ধরে আনার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

(২৬ অক্টোবর) বুধবার রাতে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ভাঙ্গা থানায় গিয়ে এ বিষয়ে মৌখিক অভিযোগ করেছেন। তবে পুলিশ পরিচয়দানকারী ব্যক্তির মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন পুলিশ পরিচয় দিয়ে তিনি ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। কাউকে হুমকি ও ভয়-ভীতি দেখানোর জন্য পুলিশ পরিচয় দিয়ে কথা বলেননি।

রাজু মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন ধরে পুলিশ পরিচয় দিয়ে একাধিকবার তাঁর পরিবারের সদস্যদের কাছে প্রায় ৫ লাখ টাকা দাবিসহ নানাভাবে হয়রানি ও ভয়-ভীতি দেখাচ্ছিলেন ওই ব্যক্তি। বিষয়টি থানায় গিয়ে জানানোর আগেই উল্টো থানা পুলিশের কাছে পুলিশ পরিচয়দানকারী তাঁর স্ত্রী ফারহানা সরোয়ার ইমাকে দিয়ে একটি মিথ্যা ও বানোয়াট অভিযোগ দেন। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার দাবি করে ভুক্তভোগীর পরিবার।

পুলিশ পরিচয়দানকারীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কথিত পুলিশ পরিদর্শক রফিক ওরফে আমিনুল ইসলাম জানান, তিনি পুলিশ পরিচয় দিয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য কথা বলেছেন। তবে তিনি পুলিশ নন। টাকা দাবির বিষয়টিও অস্বীকার করেন তিনি। এ সময় তাঁর পরিচয় ও ঠিকানা জানতে চাইলে তিনি এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি। তিনি জানান, তিনিও ভাঙ্গা থানায় রাজুর ছোট ভাই সজীবের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে (থানার সেকেন্ড অফিসার) উপপরিদর্শক মারুফ হোসেন জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে জানা গেছে, পুলিশ পরিচয়দানকারী কথিত পরিদর্শক রফিক আসলে পুলিশ নন। এ বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য