সদরপুরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন নিক্সন চৌধিরী 

  • সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ ০১:১০:০০
  • কপি লিঙ্ক

আজ সোমবার (২৩ অক্টোবর) সদরপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সংসদ সদস্য মুজিবর রহমান নিক্সন চৌধুরী৷ দেশব্যাপী মহা ধুমধামের সাথে পালিত হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। 

আজ সোমবার পালিত হচ্ছে মহা অস্টমী। এবারের সদরপুর উপজেলায় ৪৫ টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। এই দুর্গা পূজাকে ঘিরে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা৷ সি,সি,টিভির আওতায় আনা হয়েছে সকল মন্ডপ। এছাড়া রয়েছে স্বেচ্ছাসেবীদের কঠোর নিরাপত্তা।

সনাতন ধর্মালম্বীরা যাতে করে নির্বিঘ্নে তাঁদের ধর্মীয় উৎসব পালন করতে পারে উপজেলা প্রশাসন থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা৷ আজ মহা অস্টমীর দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মন্ডপ পরিদর্শন করে প্রতি মন্ডপে নগদ আর্থিক অনুদান দিয়েছেন , এছাড়া কৃষ্ণপুর বাজারের পুজা মন্ডপের উন্নয়নে ২ লক্ষ টাকা আর্থিক অনুদানের ঘোষনা দেন ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। 

এসময় তার সংগী হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান মাহমুদ রাসেল, থানা অফিসার ইনচার্জ মামুন আল রশিদ,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইসচেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, যুবলীগ নেতা এ্যাডভোকেট শায়েদীদ গামাল লিপু, জেলা পরিষদ সদস্য ইখলাস ফকির, কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব  বিল্লাল হোসেন ফকির, সদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল সহ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য