কাজিপুর উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী হলেন সেলিম রেজা

  • আবির হোসাইন শাহীন, সিরাজগঞ্জ :
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০ ১০:০১:০০
  • কপি লিঙ্ক

সিরাজগঞ্জ-১ (কাজিপুর)সংসদীয় আসনে আগামী ১২নভেম্বর উপনির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী সেলিম রেজা সিরাজগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ে রির্টানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মঙ্গলবার (১৩-অক্টোবর)  সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটি কর্তৃক মনোনীত প্রার্থী সেলিম রেজা ধানের শীষ প্রতীক নিয়ে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে সিনিয়র জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন ও সদর উপজেলা  নির্বাচন  অফিসার আজিজার রহমানের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।

এ সময়ে  কেন্দ্রীয়  বিএনপির  নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান লেবু, জেলা জাতীয়তাবাদী আইনজীবি দলের সভাপতি এ্যাডঃ রুহুল আমীন বাবু, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খাঁন হাসান, নূর কায়েম সবুজ, জেলা বিএনপির উপদেষ্টা শফিউল আলম ডলার, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট ও মির্জা মোস্তফা জামান,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, কাজিপুর উপজেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ আইয়ুব, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান বাবলু, সদস্য সচিব ওহিদুজ্জামান মিনু,শুভগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দীন রতন,ছাত্রদলের আহবায়ক রাশেদুল হাসান রিপন সহ জেলা ও কাজিপুর উপজেলা বিএনপির নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। 

মনোনয়নপত্র দাখিল পূর্বক সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বিএনপি মনোনিত প্রার্থী সেলিম রেজা বলেন, আগামী উপ-নির্বাচনে আমাকে কেন্দ্রীয়ভাবে মনোনীত করায় কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে আগামী উপ-নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ এর মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ সুষ্ঠ পরিবেশ নিশ্চিত হলে ধানের শীষ মার্কা নিয়ে  বিপুল ভোটে বিজয়ী হব বলে আমি শতভাগ আশাবাদী। 
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন,গনতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি এ নির্বাচনে অংশ নিয়েছে।সুষ্ঠ নির্বাচন হলে এ দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করবে।
উল্লেখ্য, গত ১৩ ই জুন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুজনিত কারণে আসনটি শূন্য হয়। আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য