দেশে ইসলামী ব্যাংকিং কার্যক্রমকে গতিশীল করতে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বতন্ত্র ‘ইসলামী ব্যাংকিং রেগুলেশন্স অ্যান্ড পলিসি বিভাগ’ গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ইসলামী ব্যাংকিং ও অর্থায়ন বিষগুলো দেখভাল করার জন্য শরিয়াহভিত্তিক কেন্দ্রীয় বিভাগ গঠনের দাবি করে আসছিলেন সংশ্লিষ্টরা। কিন্তু সেটি না করে পৃথক একটি বিভাগ চালু করল কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকে প্রজ্ঞাপনে বলা হয়েছে, শরিয়াহ ব্যাংকিং সংক্রান্ত যাবতীয় কার্যক্রম নতুন বিভাগের মাধ্যম সম্পন্ন করতে হবে। একই প্রজ্ঞাপনে ব্যাংক পরিদর্শন বিভাগ-৯, পরিদর্শন পরিপালন বিভাগ, মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ চালু করা হয়েছে।
এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগসমূহের আওতাধীন ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিসমূহের প্রধান কার্যালয় ও তাদের শাখাসমূহের পরিদর্শন পরবর্তী পরিপালন সংক্রান্ত কার্যক্রম ‘পরিদর্শন পরিপালন বিভাগ’ এর মাধ্যমে সম্পন্ন হবে। আর মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ ও মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ এ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ব্যাংকের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু ও কার্যকরভাবে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ’ এর মাধ্যমে সম্পাদিত হবে।
মন্তব্য