পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

  • অনলাইন
  • শুক্রবার, ০৯ আগস্ট ২০২৪ ১০:০৮:০০
  • কপি লিঙ্ক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
 
বেলা ৩টার দিকে গভর্নর ই-মেইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের কাছে পদত্যাগপত্র পাঠান।
 
এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বুধবার একদল কর্মকর্তা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, চার ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেন।
 
এদিন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানসহ চারজন শীর্ষস্থানীয় কর্মকর্তা পদত্যাগ করেন। ২০২২ সালের ১১ জুন গভর্নর হিসেবে চার বছর মেয়াদে নিয়োগ পান আব্দুর রউফ তালুকদার। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের আগে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।
 
রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর। ২০২২ সালে তিনি এই পদে যোগদান করেন।
 
গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত তিনি অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
 
এর আগে বুধবার (৭ আগস্ট) সকাল থেকে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে জড়ো হয়ে গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগ এবং তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য