রাজধানীর মিরপুরের কালশি নতুন রাস্তার ফ্লাইওভারে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মুখোমুখি সংঘর্ষের পর দুই যুবকই ফ্লাইওভার থেকে নিচে ছিটকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের বয়স আনুমানিক ১৮ ও ১৯ বছর বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। প্রাইভেটকারের একজন আরোহীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে, বাকিদের মধ্যে দুজন আহতদের হাসপাতালে নিয়ে যান।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং ফ্লাইওভারে যান চলাচল স্বাভাবিক রাখতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে।
রাজধানীতে ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
- অনলাইন
- শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ ০১:০৪:০০
- কপি লিঙ্ক Links Copied

মন্তব্য