রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুরে “নতুন কুঁড়ি কিন্ডার গার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২২ ফেব্রয়ারি) দুইদিন ব্যাপী নতুন কুঁড়ি কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
নতুন কুঁড়ি কিন্ডার গার্টেন এবং বাহাদুরপুর তরুণ সংঘ ও পাঠাগার এর সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান( আসাদ), অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
নাট্যকার বাংলাদেশ টেলিভিশন, কবি ও কথাসাহিত্যিক কাজী ফরিদ আহমদ তপন, কবি মো. আব্দুল মান্নাফ মুন্নু বাংলাভাষী, নতুন কুঁড়ি কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক মো. শমশের আলী ( মাস্টার), দৈনিক তরুণ কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. উজ্জল হোসেন প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন - মো. মুসা ( মাস্টার), বিশিষ্ঠ ব্যবসায়ী মো. বাচ্চু। অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন - বাহাদুরপুর বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল মজিদ ( মাস্টার)।
মন্তব্য