চরভদ্রাসনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

  • চরভদ্রাসন( ফরিদপুর ) প্রতিনিধি :
  • শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ০১:০২:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাত ১২টা এক মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন পর্ব সম্পন্ন করা হয়। এরপর সকাল ৮টায় এক বর্ণাঢ্য প্রভাত ফেরি বের করেন উপজেলা প্রশাসন । এ প্রভাত ফেরিটি উপজেলা সদর বাজার সহ বিভিন্ন  সড়ক প্রদক্ষিন করেন। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত ফারাবী প্রধান অতিথি এবং থানা অফিসার ইনচার্জ মোঃ রোজিউল্লাহ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার ও মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার।। সভায় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার মামুনুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি মোঃ শাহজাহান শিকদার, সমাজ সেবক মঞ্জুরুল হক মৃধা, জামায়াত ইসলামী নেতা মোঃ কাউছার হোসেন, শিক্ষক এনামুল কবির, শিরিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ও সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন প্রমূখ। সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং চিত্রাংকন প্রতিযোগী শিশু কিশোরদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য