“কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদের মুল গেটে এসে শেষ হয়। পরে উপজেলা কনফারেন্স কক্ষে নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সুপার আসমা বানুর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওন এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লাইলা, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশাহ, মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিশির কুমার, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ আলম মন্ডল, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, আইসিটি সহকারী প্রোগ্রামার পাপিয়া নাসরিন প্রমুখ।
আলোচনা সভায় কন্যাশিশুর স্বপ্ন বাস্তবায়নে পরিবারের পাশাপাশি শিক্ষক, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সমাজের সকল স্তরের মানুষজনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে জানান বক্তারা।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সুধীজন, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিশু-কিশোর সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য