সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ফুলজোড় নদীতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থী তিন বন্ধু নিখোঁজ হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার ঝাটিবেলাই এলাকায় এ ঘটনায় ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে।
নিখোঁজরা হলেন, সিরাজগঞ্জ শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী রাফিন, কৃষ্ণ ও সারজিদ।
এদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
কামারখন্দ ফায়ার সার্ভিসের পরিদর্শক অপু কুমার মন্ডল জানান, শনিবার সকালে সিরাজগঞ্জ শহর থেকে ৫ স্কুল শিক্ষার্থী তাদের বন্ধু ঝাটিবেলাই গ্রামের জারিফ তালুকদারের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে তারা ৬ বন্ধু বাড়ির পাশের ফুলজোড় নদীতে গোসল করতে নামে। ওই সময় তিন বন্ধু সাতঁরে তীরে উঠতে পারলেও বাকি তিনজন গভীর পানিতে তলিয়ে যায়।
নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। রাজশাহীর ডুবুরি দলকে সংবাদ দেওয়া হয়েছে।
মন্তব্য