ভাঙ্গায় হাত পা বাঁধা অবস্থায় কেয়ার টেকারের লাশ উদ্ধার 

  • নিজস্ব প্রতিবেদক
  • শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ১২:০১:০০
  • কপি লিঙ্ক

বাড়ি মালিক প্রয়াত হওয়ার পর থেকে পাকা ভবনের দ্বিতীয় তলায় একা থাকতেন কেয়ার টেকার আবদুল ওহাব। বছরে একবার আসতেন প্রয়াত চিকিৎসক আ'লীগ নেতা জামাল উদ্দিন খলিফার পরিবারের সদস্যরা। ওই বাড়ি থেকে হাত-পা বাঁধা রক্তাক্ত অবস্থায় কেয়ারটেকারের  লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার (৮ জানুয়ারি) রাত ১১ দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামের চিকিৎসক জামালউদ্দিন খলিফার বাড়িতে। 

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশের পাশাপাশি  ফরিদপুরের সিআইডি পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কেয়ারটেকার ওহাব মাতুব্বরের গ্রামের বাড়ি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে ওই বাড়ির কেয়ার টেকারের দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও স্থানীয়  সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলা আ'লীগ নেতা জামাল উদ্দিন খলিফা ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসক থাকাকালীন তিনি ভবনটি নির্মাণ করেন।  বছর খানেক আগে তিনি মারা যান। তার স্ত্রী ও তিন মেয়ে ঢাকায় থাকার কারণে বাড়িটি ওহাব মাতুব্বর দেখাশোনা করতেন।

গত কয়েকদিন ধরে ওই বাড়িতে সন্ধ্যার পর আলো জ্বলেতে না দেখায় এলাকার জনগণের সন্দেহ হলে বুধবার রাতে প্রতিবেশিরা মই বেয়ে বিল্ডিং উপরে উঠে। তারা দেখেন  রুমে ভিতরের আলমারির আসবাব পত্র ছিটানো অবস্থায় পড়ে আছে  এবং ঘরের মধ্যে থেকে  দূগন্ধ বেরুচ্ছে। এসময় ভবনের সিঁড়ির উপরে উঠার পরেই  হাত-পা বাঁধা অবস্থায় লাশ দেখতে তারা ভাঙ্গা থানায় পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ভবনের ২য় তলা থেকে কেয়ার টেকার আবদুল ওহাবের লাশ উদ্ধার করে।

এবিষয়ে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন, খবর পেয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমানসহ আমি ঘটনা স্থল পরিদর্শন  করি। প্রাথমিকভাবে মনে হচ্ছে কেয়ারটেকারকে দুর্বৃত্তরা খুন  করে থাকতে পারে।আইনের প্রক্রিয়ায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছ বলে জানান।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য