ফরিদপুরের সদরপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এ নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এর শপথ পরবর্তী উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা রবিবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
একই সাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান অতিথি, নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
উভয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম (বাবুল), ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (পান্নু মুধা), মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না পারভীন রেভা, সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন) তাঁর বক্তব্যে বলেন, সদরপুর উপজেলায় আইন শৃ্ঙ্খলা পরিস্থিত পূর্বের তুলনায় ভালো। তিনি বলেন, কোন অবস্থাতেই সন্ত্রাস, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও সামাজিক অনাচার সহ্য করা হবে না।
প্রধান অতিথি আরও বলেন, কৃষ্ণপুর বাজার সহ উপজেলার সকল হাট-বাজার-ঘাটে ইজারাদারদের অতিরিক্ত টাকা আদায় মেনে নেওয়া হবে না। সরেজমিনে এমন ঘটনার প্রমাণ পাওয়া গেলে তাদের ইজারা আদেশ বাতিল করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকার সকল রাস্তা বর্ধিতকরণ, কালভার্ট ও ব্রিজ নির্মাণ, নদী শাসন, মশা নিধন, যানজট নিরসন সহ অন্যান্য কার্যক্রম আরও গতিশীল করা হবে। তিনি সবাইকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একযোগে কাজ করার আহবান জানান।
মন্তব্য