ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন এবং পুলিশ বাহিনীর যৌথ অভিযানে ২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এবং১০০০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃমেহেদী মোর্শেদ মহোদয়ের নির্দেশে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, তিনি জানান, মঙ্গলবার(২৪ অক্টোবর)সন্ধ্যা ৬ টা থেকে রাত দশটা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল আনুমানিক ১০০০ মিটার ও ২ টি চায়না দুয়ারী জব্দ করা হয়।পরে জনসম্মুখে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী শামিম আরিফিন, নাঈম মোল্যা, সাংবাদিক আব্দুস সালাম মোল্যা এবং পুলিশ ফোর্স।
মন্তব্য