ভাঙ্গায় দুটি ড্রেজার জব্দ করেছে প্রশাসন

  • নিজস্ব প্রতিবেদক :
  • বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ১২:১০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা সদরদী এলাকা ও উপজেলার শাঁহমল্লিকদী গ্রামের ভিতর থেকে একটি অভিযান চালিয়ে ভাঙ্গা উপজেলা প্রশাসন কুমার নদী থেকে অবৈধভাবে বালু কাটার সময় দুটি ড্রেজার মেশিন জব্দ করেছে। বুধবার দুপুরে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের নেতৃত্বে মেশিন দুটি উদ্ধার করেন ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। 

ভূমি অফিস সূত্র জানায়, ভাঙ্গা থানার কুমার নদীর মধ্যে উদ্ধারকৃত ড্রেজার মেশিনের মালিকেরা উপজেলা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সরকারী আদেশ অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। বিভিন্ন মহলের কাছ থেকে এমন খবর প্রাপ্তির পর  ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের নেতৃত্বে সহকারী কমিশনার ভূমি ও সঙ্গীয় অফিস সহকারীরা সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় ড্রেজার মেশিনের মালিকরা প্রশাসনের উপস্থিতি আচ করতে পেরে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে পৃথক দুটি এলাকা থেকে মেশিন জব্দ করার পাশাপাশি ১২০০ ফিট পাইপ উদ্ধার করা হয়। 

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন বলেন, নদী ও জমির আঙিনা থেকে বালু   উত্তোলন করা যাবে না সরকার থেকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হলেও এক শ্রেণীর অবৈধ বালু ব্যবসায়ীরা থেমে নেই। তারা রাতের আঁধারে বিভিন্ন জায়গা থেকে বালু উত্তোলন করে আসছিল। আজ দুটি ড্রেজার মেশিন ও পাইপ উদ্ধার করা হয়েছে জানিয়ে বলেন প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য