ফরিদপুরের সদরপুর উপজেলায় জমকালো ভাবে বাংলা টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ অনুষ্ঠান পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমীতে সদরপুর উপজেলা প্রতিনিধি মো. নুরুল ইসলামের আয়োজনে কেক কাটার মধ্যে দিয়ে এ অনুষ্ঠান পালন করা হয়।
প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আ. মজিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফয়সল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানসহ অন্যান্যরা।
মন্তব্য