বর্ণাঢ্য র্যালি, পায়রা উড়ানো এবং কেক কাটাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় ছাত্র সমাজের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ বুধবার (২৭ মার্চ) বিকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করে সংগঠনটি।
পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্র সমাজের নেতারা। পরে আন্দনঘন পরিবেশে কেক কাটা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছাত্র সমাজের সভাপতি মো. আল মামুন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
মন্তব্য