সদরপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

  • সদরপুর অফিস :
  • শনিবার, ০৪ নভেম্বর ২০২৩ ০৪:১১:০০
  • কপি লিঙ্ক

“সমবায়ে গড়ি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্যে ফরিদপুরের সদরপুর উপজেলায় ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উদযাপিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা দরবার হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থীত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, সমবায় কর্মকর্তা নুর এ এলাহী, মৎস্য কর্মকর্তা মো: জাহাঙ্গীর কবির, ইউসিসিএ’র চেয়ারম্যান রহিমা খাতুন, সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানসহ অন্যান্যরা।

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য