এবার শেখ হাসিনাকে  ‘আওলাদে আউলিয়া’ বললেন হুইপ স্বপন

  • বিজমিন২৪ ডেস্ক:
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

সম্প্রতি সরকারদলীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হযরত সম্বোধন করে আলোচনায় এসেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তিনি ইসলামের ইতিহাসে এক অনন্য উচ্চতায় আসীন হয়েছেন। তাই শেখ হাসিনার নাম উচ্চারণ করার পূর্বে তার প্রতি সম্মানসূচক একটি শব্দ উচ্চারণ করতে চাই, ‘হযরত শেখ হাসিনা’ তোমাকে অভিবাদন।

এবার প্রধানমন্ত্রীকে ‘আওলাদে আউলিয়া’ বলে মন্তব্য করে রবিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন হুইপ স্বপন। ওই স্ট্যাটাসে শেখ হাসিনাকে ‘হযরত’ বলার ব্যাখ্যা দিয়েছেন তিনি। তিনি লেখেছেন, ‘শেখ হাসিনা তার শরীরে আউলিয়া পরিবারের রক্ত বহন করছেন। তিনি আওলাদে আউলিয়া।’

হুইপ স্বপন বলেন, ‘শেখ হাসিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, হজ করেছেন বহুবার। সংখ্যা ও অর্থের দিক থেকে বিশ্বে সর্বোচ্চ পরিমাণ মসজিদ নির্মাণ করছেন। গ্রাম পর্যন্ত ইসলামি শিক্ষা কেন্দ্র প্রবর্তন করে সহিহ কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উন্নয়ন করেছেন। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, মাদরাসা শিক্ষার অভাবনীয় উন্নয়ন করছেন। আলেমদের রাষ্ট্রীয় স্বীকৃতি, সম্মান ও সব সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ করে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সব শিক্ষাব্যবস্থায় ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করে তার ওপর গুরুত্বারোপ করে চলেছেন প্রধানমন্ত্রী। সব ইসলামি প্রতিষ্ঠান ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করেছেন। হজ ব্যবস্থাপনার অভূতপূর্ব উন্নয়ন করেছেন। ইসলামের কল্যাণে তার মহৎ কর্মের ফিরিস্তি লিখলে একটি গবেষণা গ্রন্থ রচিত হবে।’

মন্তব্য