ঢাবির আলোকবর্তিকার নতুন প্রতিনিধিত্ব নির্বাচন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ এবং সাধারণ সম্পাদক হন দুর্যোগ বিজ্ঞান ও জলবায়ু স্থিতিস্থাপকতা বিভাগের শিক্ষার্থী তানজিল হোসেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফরিদপুর সদরপুর উপজেলা শিক্ষার্থীদের সংগঠন আলোকবর্তিকার প্রতি ১ বছর অন্তর নতুন কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির শিক্ষার্থী, উপদেষ্টামন্ডলী ও শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়ে থাকে। সেই সাথে সদ্য বিদায়ী কমিটি তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
বৃহস্পতিবারের এ বৈঠকেও প্রায় ৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ফরিদপুর সদরপুরের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম তার কাজের অভিজ্ঞতা তুলে ধরে জানান, আমরা আমাদের অর্পিত দায়িত্ব নতুন কমিটির কাছে তুলে দিলাম এটা আমাদের আনন্দের বিষয়। এই কমিটি আরো ভালো কিছু করবে এটাই সকলের প্রত্যাশা। আমরা সব সময় পাশে থাকার চেষ্টা করবো।
সদ্য বিদায়ী সেক্রেটারি নাইম বলেন, প্রতি বছর নতুন নেতৃত্ব আসবে। আমাদের কমিটি শেষ হলেও দায়িত্ব শেষ হয়নি। এই সংগঠন আমাদের সকলের তাই আমরা সব সময় পাশে আছি।
নতুন সভাপতি হিসেবে রাজু আহমেদ বলেন, আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব। আমরা সামাজিক কার্যক্রমের মাধ্যমে আমাদের সংগঠনকে আরও এগিয়ে নিতে চাই। এতে আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
সাধারণ সম্পাদক তানজিল হোসেন জানান, প্রতিটি সংগঠনের কিছু সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জ থাকে আর সেগুলো অতিক্রম করে আমরা আলোকবর্তিকাকে সদরপুরের শ্রেষ্ঠ সংগঠন হিসেবে গড়ে তুলতে দায়বদ্ধ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রনি মৃধা তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, আলোকবর্তিকা আমাদের ভালোবাসার জায়গা। অতীতের কিছু তিক্ত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সংগঠন আরও অনেক দূর এগিয়ে যাবে। আমরা সব সময় পাশে থাকব এবং সামনে আরও ভালো কিছু হবে।
এছাড়া উক্তি সভায় উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা বারের সদস্য মো. আসলাম, পুলিশের সাব ইন্সপেক্টর সুমন পারভেজ, ছাত্রলীগের কর্মসংস্থান সম্পাদক রনি মোহাম্মদ, মিজানুর রহমান, মহিউদ্দিন আহমেদ প্রমুখ ব্যক্তিবর্গ। সকলেই আগামীতেও পাশে থেকে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন বলে আশ্বস্ত করেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন "আলোকবর্তিকা" ( ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সদরপুর ফরিদপুর)। ২০১২ সালের সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনে সাধ্যমত কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, ঢাকায় রোগীর রক্তের যোগানে সহযোগিতা, শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা, ভর্তি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্কসহ বিভিন্ন প্রয়োজনে সংগঠনটি সদরপুরের মানুষের পাশে থাকার চেষ্টা করে।
নবীনদের অনেকেই আশা প্রকাশ করেন যে তাঁরাও আগামীর সদরপুর বিনির্মানে সংগঠনের পক্ষ থেকে কাজ করে যাবেন। সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে তাদের প্রত্যাক্ষ অংশগ্রহণ থাকবে।
মন্তব্য