টানা দ্বিতীয়বার সাফে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর নারী ফুটবল দলের জন্য পুরস্কার ঘোষণা করেছিল ক্রীড়া মন্ত্রণালয়, বিসিবি ও বাফুফে। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এবং বাংলাদেশ সেনাবাহিনী। তারা যৌথভাবে যৌথভাবে এক কোটি টাকা পুরস্কার দিবে সাবিনাদের।
শনিবার (১৬ নভেম্বর) এই পুরস্কারের ঘোষণা করেন বিওএ’র মিডিয়া কমিটির চেয়ারম্যান বশির আহমেদ।
এই পুরস্কার সাবিনাদের অর্জনকে স্বীকৃতি দেওয়ার অংশ নয় বরং ভবিষ্যতে আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। পাশাপাশি, সাবিনা-কৃষ্ণাদের কক্সবাজারে একটি বিশেষ সংবর্ধনার আয়োজনের কথাও জানানো হয়েছে।
কয়েকদিন আগে বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রতিশ্রুতি অনুযায়ী এক কোটি টাকার চেক হস্তান্তর করেছে ক্রীড়া মন্ত্রণালয়। এরপর প্রত্যেক সাফজয়ী ফুটবলারকে ৩ লাখ টাকা করে দিয়েছে সাউথ ইস্ট ব্যাংক।
এ ছাড়া বিসিবি ২০ লাখ টাকা আর বাফুফে পুরো দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে। এবার সাফজয়ীদের জন্য পুরস্কার ঘোষণা করল বিওএ ও বাংলাদেশ সেনাবাহিনী।
মন্তব্য