পানির নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

  • অনলাইন
  • বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪ ০১:০৮:০০
  • কপি লিঙ্ক

টানা বৃষ্টিপাত ও ভারতের উজানের পানির কারণে দেশের নয়টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এরই মধ্যে বন্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম পানিতে তলিয়ে যাওয়ায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছে যানবাহন চালক ও যাত্রী সাধারণ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোর থেকে এ যানজট শুরু হয়। যতই সময় গড়াচ্ছে ততই যানজট আরও দীর্ঘ হচ্ছে।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক পানির নিচে চলে গেছে। ফলে অতি সাবধানে খুব ধীরগতিতে যানবাহন চলছে। ফলে ৫ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

ট্রাক চালক হাসমত উল্লাহ বলেন, ‘কালির বাজারের পর থেকে সড়কে হাঁটুপানি। ফলে গাড়ি চালানো অনেক কষ্টকর। ধীরগতি হওয়ায় সড়কে যানজট লেগেছে।’

মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন বলেন, ‘মহাসড়কে পানির কারণে যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।’

সংশ্লিষ্ট সংবাদ

মন্তব্য